যে চাহে রহিতে
তারে না পারি সহিতে,
তবু তার জন্য চোখে
দুঃখের নোনা জল মাখে।
কাছে আসিলে চাহনিতে
সংশয় মাখা হাসি,
দূরে গেলে অমলিন
ধুসর সাগরে ভাসি।
মনের উজান কোনে
মায়ার হাসি বাজে,
ভাটিতে নীল শাড়ি
বিয়ের বাদ্য বাজে।
স্মৃতিগুলো নেশাময়
অদৃশ্যের পিছুটান,
ভুলে থাকা বড় দায়
তার বাঁকা অভিমান।
সন্ধি বয়স পেরিয়ে
চাহি কর্মের পানে,
তুমি হীনা কর্ম সব
মায়া হয়ে পিছু টানে।
একি নদীর দুই শাখা
আমরা পাশাপাশি,
বয়ে যাই কষ্ট
রেল লাইনের বাঁশি।
জীবন আজ নাট্যমঞ্চ
আমরা অভিনেতা,
কত মিথ্যে সংলাপ
নেপথ্যে আড়ি পাতা।
আজ আমার ঘর বাহির
রংচটা বর্ণহীন,
আলোর খোঁজে পথ চলি
রাতভর দিশাহীন।।
-(১৩ই এপ্রিল, ২০১৬)