নিরাকারের বিচ্ছিন্ন পথ
যেখানে পথিক নেই,
একা আমার আমি
একা আমার পথচলা,

যেখানে পাখি নেই
আছে শুধু কলতান,
ধুলিকনার দর্পণে
ব্যবচ্ছেদের প্রতিচ্ছবি,

সূর্য আছে আলো নেই
নীহারিকা চারিধার,
মৃদু আবেশে আলোড়ন
প্রশ্ন বোধক অস্তিত্বে,

ফিরে খোঁজা প্রেম
অতঃপর তুমি,
হারানো শৈশবের মত,
স্বজন বিমুখ করা
মাতাল সমীকরণ,

গল্পের পাতায় লেখা
ছেড়া পৃষ্ঠার পান্ডুলিপি,
তবুও কিছু হারানো স্মৃতি
ভাবনার অবকাশে,

আকাশ ভরা তারার মত
জাগা স্বপ্নে ফিরে আসে,
হয়ে একাকীত্ব অনুভবে
মেঘময় বিষাদগ্রস্ততা।।

-(২২শে অক্টোবর ২০১৯, রাজশাহী বিশ্ববিদ্যালয়)