কোন অরণ্যে ফুটেছ তুমি,
সবুজ চাদরে নীলের ভূমি।
হলদে সাদায় সুসজ্জিত,
বেদনার রঙে নির্বাসিত।
নীলাভ আলোর মুক্ত কলি,
হৃদয়ের ক্যানভাসে তুলি।
কদম রঙে সাদা স্বপ্ন বোনা,
রৌদ্র আকাশে মেঘের দানা।
তুমি দৃশ্যত বেদনার রং,
দুর্গা হয়ে সেজে আছ সং।
আলো ছড়ালে হৃদয় মাঝার,
আড়ালে রেখে দুঃখ বাজার।
অজানা বিকেলে স্বপ্ন বাজে,
বৃষ্টি রাতে অপরুপ সাজে।
অবিরাম তুমি তপ্ত আমেজে,
কদম খোপায় চলেছ ভিজে।
নীলের আহ্বানে দাঁড়িয়ে,
মাধবী লতা সম জড়িয়ে।
মায়াবতী নীলাম্বরী সাজে,
আমার নীল অপরাজিতা।
-(১৯শে জুলাই, ২০১৫)