রাত পোহালে পরীক্ষা
বইহীন এক চরম দীক্ষা।
টেকনিক্যাল জীবন পাড়ি
দিচ্ছে সবাই হর-হামেশা।
বই আছে যার খাইছে রেফার্ট
বই নাই যার হায়রে কি পার্ট।
স্যারের কাছে ধার করে বই
পরীক্ষা গুলো হচ্ছে খাসা।
তাস খেলা আর বিড়ি ছাড়া
জীবন যেন শুধুই খরা।
রাত নামিলেই কানন মাঝে
মোবাইল ফোনে ভালোবাসা।
কত শত অভিযোগে ভরা
তারই মাঝে গ্যাপে পড়া।
মাঝে মাঝে উন্নতির টান
এরই নাম টেকনিক্যাল জীবন।
-(২১শে জানুয়ারি, ২০১৪)