একটা অন্ধকার দূষিত হয়ে আছে,
কালোটা এখন উপোভোগে হাসে।
নির্বাসিত রুপে হারায়না ভালো,
সোডিয়ামে দূষিত হলদে আলো।
চাঁদ হয়ে উঁকি দিয়ে তাড়ালে দূষণ,
চাঁদনী আভায় বিলীন আমরা দুজন।
নাটাই হাতে একি সাথে উড়াব যে ঘুড়ি,
তাই দেখে হিংসায় কাতর চাঁদের বুড়ি।
শুধাই বুড়ি চড়কা ছেড়ে লাগছ কেন পিছে,
বুড়ি বলে এই প্রেম হতে পারেনা মিছে।
চাঁদের আলোয় বিলে শাপলার পানে ভেলা,
তুমি আমি প্রেমের এক অবাক লীলাখেলা।
চাঁদ তুমি অতি মিষ্ট মিষ্টি তোমার আলো,
তোমার আলোয় আমি তারে বাসি ভালো।
তোমার আঁধারে আমার রাত্রি নিশি কালো,
বন্ধুর হাতে আমার হাত স্বপ্ন প্রদীপ জ্বালো।
-(৩০শে সেপ্টেম্বর, ২০১৫)