মৃত্যুর পর বোকা হয়ে ফিরে এলো অভিজিৎ,
বিশ্বাস একদিন সবাইকে-
এভাবেই বোকা বানাবে; এই খবর নিয়ে।
অথচ তার চোখেও দেখেছি বিশ্বাসের ছাপ;
যদিও কেবল তার ঠোঁটে ছিল অবিশ্বাসী হাসি।
বিশ্বাস আর অবিশ্বাসের দোটানায় পড়ে-
সেদিন আমরা অনেকেই বোকা হলাম।
মৃত্যুর পর জানা গেল, স্বর্গ কিংবা নরকে-
বোকাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
তবে কি সব বোকারাই পৃথিবীতে রয়ে যায়?
১০/১০/২০১৭
আমবাগান, মগবাজার।