আমাকেও দেয়ালে টাঙানো হলো,
আমার নিচে লেখা হলো দুটি সংখ্যা,
তার ঠিক নিচে ঝুলে থাকলো কিছু ফুল।
আমি গন্ধ নিলাম নাক চেপে,
সেই থেকে কেউ কোন প্রশ্ন করে না,
সবাই নিজের মত করে যা খুশি বলে যায়,
কানে তুলো গুজে আমি সব শুনি।
সামনে দাঁড়িয়ে কেউ কাঁদলেও,
আমার মুখভর্তি হাসি থাকে অম্লান।
এভাবেই একদিন ঘুণ ধরলো দেয়ালে,
আমি কাউকে কিচ্ছু বলিনি অজ্ঞাত কারণে,
তবুও সবাই জেনে গেল সব গোপন কথা,
নতুন দেয়ালের নিচে চাপা পড়ে রইলাম আমি,
এরপর আমার খোঁজ নিতে আর কেউ আসেনি।

২২/০৮/২০১৭
আমবাগান, মগবাজার।