সুরঞ্জিত গুপ্তের বাড়ি থেকে
ফেরার পথে একজনকে
খাওয়ালাম ঠান্ডা পেপসি,
দু’জনকে দিলাম দোয়া,
আরেক জনকে দিলাম গালি।
বাকি আরো কয়েকজনকে
কিছুই দিলাম না।

যদিও তারা কেউই
আমার পরিচিত ছিল না।
শুধু সুরঞ্জিত গুপ্তের বাড়ির-
ঠিকানা জিজ্ঞেস করেছিলাম।

০৯/০৪/২০১৭
জিগাতলা, ধানমন্ডি।