ওয়াটার পট সঙ্গে নিও, পিপাসা পেলে
মনে করে চুমুক দিও, নাকে কাছে গন্ধ এলে
রুমাল নিও, তোমার শহরে হিম পড়লে
উলে বুনা শালটা নিও যত্ন করে, উঁচুতে চড়লে
বিশেষ করে জুতো নিও, একা একা ভ্রমণ কালে
হাত ব্যাগের ডান পকেটে ওষুধ রেখ, খুব সকালে
দোকানপাট বন্ধ থাকে, স্বপ্নের শহর দিনাজপুরে
কোথায় আরো কী সব আছে জেনে নিও, ঘুরে ঘুরে
খিদে পাবে, হটপটে খাবার নিও গরম করে
রাত জেগো না আর শুয়ে পড়ো, একান্ত ভোরে
টেবিল ঘড়িতে এলার্ম দিও, তালা দিও গুছিয়ে রেখে
গয়নাগাটি আলমারিতে, খেয়াল করে দেখে
নিও তাড়াহুড়োয় শাড়ীতে কোমর নগ্ন কিনা
ভয় পেলে কি? আমাকেও সঙ্গে নিও, নেবে তো তৃণা?

১৫/১০/২০১৭
আমবাগান, মগবাজার।