যখন সুখ সুখ লাগা শুরু হলো- ততক্ষণে নেতারা সব মসজিদে আর মুসল্লীরা গেছে গণতন্ত্রের আমরণ দাবী নিয়ে শ্মশানের দিকে। চৌকাঠের বাইরে একজন ভিক্ষুক ভাষণ দিতে শুরু করলে- কাচের শিশি থেকে কয়েকটি হোমিওপ্যাথের বড়ি তার মুখে ঠেসে দেয় মানবাধিকারের এক কর্মী। যার যার পাকা ধানে মই দিয়ে কাস্তে কোদাল ফেলে হামার-ড্রিল-ব্রেকার হাতে রাস্তা খুঁড়াখুঁড়িতে মন দেয় ৭২ দশমিক ৭৬ শতাংশ শিক্ষিত চাষাভূষারা। আর উন্নয়নের জোয়ারে ভাসতে ভাসতে বাসের হেল্পার স্কুলে ছুটির ঘণ্টা বাজালে ছাত্রসমাজ মিছিলে যায়- "আন্দোলন মুক্ত দেশ চাই।"

একদল কবি, নাহ! একদল বোকা কবি; না ঠিক বোকাও না- গাধার মতো শান্তশিষ্ট-কবি কাঁধের ঝোলায় পদক আর সনদ ভরতে ভরতে- এইসব ঘটনা এড়িয়ে যায়। তখন ভালোলাগা ভাবটা কিছুক্ষণ স্থগিত রাখলে দেখি শহরটা ফাঁকা ফাঁকা লাগছে। অর্থাৎ রাজ্যের ধর্মপ্রাণ মানুষেরা উপাসনালয়ে প্রবেশ করলে আবার আরাম আরাম অনুভূত হয়। মসজিদ-মন্দিরের বাইরে বাকি ভূতগুলো দৃশ্যমান হয়ে নাচ দেখালে- এসময়ও দুই একটা মানুষের বাচ্চা মরতে দেখা যায় অপঘাতে।

তবুও দেশের মসজিদ-মন্দিরগুলো জনপূর্ণ থাকলে বাইরের মানুষগুলো তুলনামূলক সুখে থাকে।

।।
To whom do I say Unconscious Words
.
When blossom happiness started to- till then all of the leaders were in mosques and worshipers went to the crematorium demanding democracy. And when a beggar starts giving speech from outside the doorstep- from a glass vessel some homeopathic pill pushes into his/her mouth by a human rights worker. After spoiled whose whose ripe paddy the 72.76 percent educated peasants throw the sickle grubber from hands and concentrate to digging up road with the help of hummer-drill-breaker. And the tide of development floats bus's helpers were playing the holiday bells at school then the students go to the procession- “We want a movement free country.”
.
A group of poets, No! A group of fools poet; not just not a fool-Peaceful like a donkey- fill their shoulders bag with the medals and certificates and avoided these happening. When I stopped feeling relaxed, the city is looking blank. That is, the devout people of the state entered into the place of worship; comfort is again felt by me. Outside the mosque and temple, the other ghosts are visible in the dancing scene-  at the same time, one or more of human children are being seen to be killed by an abduction.
.
However, if the mosques and temples of the country are filled, the people of the outside are happier.

।।
২৫/০৯/২০১৮
আমবাগান, মগবাজার।


"#এক_বৈয়াম_দানাদার_চেতনা" থেকে।