এক.
প্রশস্ত করো ঠোঁট, ভিজে যাই ঘেমে।
দেখো তোমার খরগোশ দুটির ডানা হয়েছে,
দৌড়াতে দৌড়াতে দোয়েল হয়ে উড়ে গেল ওরা, বুক থেকে নেমে।
দুই.
ঢেকে রাখো গাল, এই নাও সফেদ রুমাল।
দেখো মাথায় পা তুলে গল্প করছে তিন ঘুঘু ও চতুর দু'বক।
অথচ দূর থেকে মনে হয়, এক শান্তশিষ্ট যুবক।
তিন.
ঝরাও চোখ থেকে ডাহুক, অন্তত কয়েক ফোঁটা।
তোমার ক্যাকটাসের বনে, সোনার হরিণ ছেড়ে দিয়ে দেখো,
সিংহের মতো আমার ঘুমন্ত শালিকের জেগে উঠা।
চার.
বাড়িয়ে দাও কোল, তোমার যা কিছু কোমল।
শুয়ে পড়ি গুটিশুটি, যেন বাবুইয়ের বাসা।
সাঁতার ভুলে তাই, আমার পানকৌড়ির এই পথে আসা।
।।
তুষার অপু
২০ মে ২০২১
মহাখালী, ঢাকা