এক সময় ওগুলো অভ্যাস হয়ে গেলো,
রোজ খেতে খেতে।
ইদানিং ওসবে কেমন অরুচি এসে গেছে,
তোমাকে সুষম চুমুটা খাওয়ার পর থেকে।
নাস্তায় কর্তা বাবুর ধমক,
দুপুরে পাড়াতো দিদিদের ছ্যাকা,
টিফিনে পন্ডিত স্যারের কানমলা,
আর সন্ধ্যায় দেবীমায়ের বকাঝকা;
এগুলো ছিলো সময় মাফিক খাদ্য তালিকা।
এছাড়াও মাঝেমধ্যে হোচট, গলাধাক্কা,
একটু আধটু ঘুষঘাসের সাথে ধোকা,
আর লজ্জা শরমের আস্তো মাথা তো,
প্রায়ই চিবিয়ে খেতাম।
এখন কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে,
তোমার ঐ পরিপূরক চুমুটা খাওয়ার পর থেকে।
০৮/০৪/২০১৭
শাহবাগ।