ঘুম কি বালিশের শরীর জুড়ে মিশে?
বোতল ভর্তি মদ, নাকি শিশি ভরা বিষে।
মানুষ কতো ভাবে মরে?
গলায় ফাঁস, বিষপান-
ছাদ কিংবা পাহাড় থেকে লাফিয়ে পড়ে;
এগুলো বড্ড পুরনো, সহজ এবং সস্তাও বটে।
আত্মহত্যায় আবার নানা গুজব, কাহিনীও রটে।
আমার মৃত্যুতে ভিন্নতা চাই;
যে মৃত্যু পূর্বে কভু ঘটে নাই।
একটা একঘেয়ো ঘুম ঘুম ঘ্রাণ যেন পাই।
তারপর এপার ওপার-
একাকার করে হানা দেবো এসে,
তোর উঠান, ঘর-দোর, জানালা ঘেষে।
তোর ভয়ার্ত চোখে চোখ রাখবো,
আর তুই ফাঁসবি, ডানা নেই তবু ভাসবি।
আমি নিকোটিনের স্বাদ মেটাবো তোর ঠোঁটে।
আত্মাদেরও নিকোটিন লাগে!
লাগে ভালোবাসা কিংবা জাগে রাগ।
তোর বালিশের নিচে ঘুম আছে,
বালিশটা উলটিয়ে বরং ঘুমিয়ে থাক।
আমি মৃত্যুগ্রস্থ হয়ে মৃত্যুর ভিন্নতা খুঁজি।
।।
কাহারু কুহর
২৭/০২/২০১৬