চৈত্রের খরায়-
রঙ জ্বলে যাচ্ছে ছাদে শুকাতে দেওয়া শাড়ির,
চুন-সুড়কি, প্লাস্টার খসে পড়ছে পুরনো বাড়ির।
হাড়ির খবর কেউ রাখছে না,
জল চাচ্ছে মাটি ও মাটির কলস,
অলস দেহ চাচ্ছে ঘুম।
শহরের লকলকে জিভ, স্যাঁতসেঁতে চুল
আর এসিওয়ালা মানুষগুলি বেশ আরামেই আছে।
অথচ লোডশেডিং-এ থামছে না ঘড়ি,
সময়ের টানে প্রকৃতি চাচ্ছে নতুন ঋতু।
৩০/০৪/২০১৭
মোল্লাপাড়া, মনিপুর।