একটা প্রস্তাব ফিরিয়ে দিলাম,
জিরিয়ে নিলাম আপন নিড়ে;
কিছু একটা এড়িয়ে গেলাম
বেরিয়ে গেলাম বাঁধন ছিঁড়ে।
হারিয়ে যাওয়া স্বভাব আমার,
অভাব আমার গলার মালা;
ভাগ্যটা কেমন অকাল মন্দা,
সকাল সন্ধ্যা বাড়ায় জ্বালা।
এক রমণী দুঃখ দিলো,
সূক্ষ্ম ছিলো আঘাত তারি;
যারে দেখে চোখ জুড়ালো,
বুক পুড়ালো সেই নারী।
পেয়ারী আমার গত হয়েছে,
ক্ষত রয়েছে হৃদয় পাতে;
দীর্ঘশ্বাস আর ফেলবো কতো,
খেলবো কতো নিজের সাথে।
কেউ আবার ঝুলিয়ে রাখলো,
ভুলিয়ে রাখলো অতীত গুলো;
আমিও কেমন ক্ষয়ে গেলাম,
রয়ে গেলাম পথের ধুলো।

১১/০৫/২০১৭
প্রশন্নপুর, গোপালগঞ্জ।