আগুন দিন সব কচি পাতা ওয়ালা সবুজ কলা গাছে,
বহুকান্ডী কলম বৃক্ষগুলি পুড়িয়ে নিন হালকা আঁচে,
ওরা কেমন শীতে কাঁপছে।
নষ্ট করে দিন প্রিয়ফুল, নষ্ট করুন রূপ-রস-ঘ্রাণ;
ককটেল গ্রেনেট মিসাইলে কেঁড়ে নিন তরতাজা প্রাণ,
খবরে ওগুলিই ছাপছে।

ছুঁড়ে ফেলুন গয়না-প্রসাধনির বাক্স, কেঁড়ে নিন সুখ
হাইড্রোফ্লোরিক এসিডেই ঝলসে দিন দিদিদের মুখ,
কুদৃষ্টি থেকে রেহাই পাবে।
পালক গুলি ছেঁটে দিন পোষা কইতর ময়না টিয়ার
প্রেমিকা কিংবা বঁধুর, যারা কাছাকাছি বাস করে হিয়ার,
ওরা পক্ষীকুল উড়ে যাবে।

নৌকা বানিয়ে জলে ছেড়ে দিন যত খাতা আছে কবিতার,
আওয়ামী যুগে ওসব বেমানান, কমে গ্যাছে ব্যবহার,
ইস্কুল ছেড়েছি সেই কবে।
ঢেকে দিন ধর্ম দেবতার চোখ অর্ধমের রুমাল রেখে,
প্রয়োজন আছে কি মরছিদ মন্দির গীর্জার আজ থেকে,
শৌচাগারে আরাধনা হবে।

০৪/০২/২০১৭
বাংলা একাডেমি, শাহবাগ।