বুকের গোশতের ঘ্রাণটাই অন্যরকম,
মনে হয় চায়ের কাপে আফিং মেশানো,
নেশা চড়ে যায়, মাথা ঘোরে।
ভাদ্র মাসের গরমে,
পাকা তাল বেশি খেলে যেমন হয়।
গোশত বিতানে বাদুড়ের ঝুলে থাকা দেখি
মানুষের সাথে মিল খুঁজে পাই।
আমি বুক চেপে ধরি,
নখের আঁচড়ে পিঠে চাবুক চলে।
বুকে কান পেতে শুনি ঘণ্টা বাজছে,
তবু ছুটি হয় না আমাদের ক্লাসের।
দ্বিপাক্ষিক বিরতির পর আসে কার্তিক
নতুন পিরিয়ড শুরু হয়।
কুকুরের মুখ থেকে আসে গোশতের ঘ্রাণ
মানুষের মুখ থেকে আসে না,
কারণ বারো মাসই মানুষ গোশত খায়।

১১/০৩/২০১৭
কাহারু-২, মিরপুর