তোমার হাই হিল স্যান্ডেল,
অগোছালো শাড়ির আঁচল,
কিংবা গলার নরম উড়না,
তোমায় হয়তো বিপদে ফেলবে না।
তবুও রিক্সা চলাচলে সাবধান।

শাহবাগ, ঢাকা
২২/০২/২০১৬