বাদলের এই দিনে, শুধু ভয় হয়
দলে বেঁধে কবিতারা, না বুঝে কি কয়?
অন্তরঙ্গ শব্দজট, ধাঁধা ধাঁধা লাগে
কামনা আর বাসনা, আমারও জাগে।
প্রেয়সীর ভীত চোখ আরো কাছে টানে
ইচ্ছের ছন্দ পতন হয় বৃষ্টি স্নানে।
পর্বতে অমিয় ধারা, কৃষ্ণ চূড়া যার
পাদদেশে খুঁটি গেড়ে করি আবিষ্কার।

সংশয় রয়েই যায়, দেহে ক্লান্তি নামে
কামুক বৃষ্টিতে বুক, পিঠ ভেজে ঘামে।
তারপর চোখে জমে ফোঁটা ফোঁটা জল,
মেঘ থেকে ঝরে পড়ে বৃষ্টি অনর্গল।
কাছে গিয়ে ছুঁয়ে দিয়ে ভালোবেসে আনি,
ধুয়ে যায় ক্লান্তি সব, মুছে যায় গ্লানি।

২৯/১১/২০১৬
পরীবাগ, হাতিরপুল।