ফোনেরও মুখ আছে কথা বলে কানে,
ওটা চালাতে সবাই কম বেশি জানে।
ফোনেরও লাগে খাদ্য, চার্জ থাকা চাই
ইদানীং সকলে বলে চ্যাপ্টা নাকি ভাই?
বাসাবাড়ি রাস্তাঘাট, রিক্সা কিংবা বাসে
চাপাচাপি সারাক্ষণ ওটা হাতে আছে।
এন্ড্রোয়েড সাথে আছে ওয়াইফাইটা
বেশ হয় তবে বলে তালতো ভাইটা।
খাতা কলম লাগছে না ফোনটা হলে,
যোগাযোগ আড্ডাবাজি ওটাতেই চলে।
ভালো কাজে আছে ওটা মন্দেও তেমন,
না বুঝেই বোকা লোক, ফাঁসেন যেমন।
ফোনোমানব হলেও সমস্যাটা নাই,
ওটার সদ্ব্যবহার করা শেখো ভাই।
০৯/১০/১৬
হাতিরঝিল