একটাই কেন্দ্রবিন্দু, আকৃতিও গোল
আছে পরিধি ও ব্যাস, জ্যামিতিটা খোল।
আকারে ভিন্নতা বলে, বৃত্তে বিত্তে ভাগ
সীমানায় লেখচিত্র, রেখা কিংবা দাগ।
এক বিত্ত নিন্মমুখি, উচ্চ বিত্ত এক
মধ্যবিত্ত যাতাকলে, চোখ মেলে দ্যাখ।
পেটে ক্ষুধা মুখে হাসি, বলবে না মুখে
এই বিত্ত ভান ধরে, আছে বড় সুখে।
কিছু আছে বৃত্ত ছাড়া, পুঁজি বদাভ্যাস
স্বভাব গেছে অভাবে, দুষ্ট চক্রে বাস।
একই বৃত্তে সবাই, খাচ্ছি ঘুরপাক
বিন্দু বিন্দু দূরে শুধু, নিজে ভালো থাক।
এক বৃত্তে সাধারণ, অন্য বৃত্তে জোঁক
বৃত্তে বিত্তে ব্যবধান, দীর্ঘজীবি হোক।
১৬/১১/২০১৬
মোল্লাপাড়া, ষাটফিট
Boost Unavailable