কালোতে আঁধার দেখি, মনে লাগে ভয়
কপালে কালো কাপড়, শোকার্ত হৃদয়।
সাদা মনের মানুষ, বড় ভালো দিল
বিধবা আর কাফনে খুঁজে পাই মিল।
নীল রক্তে আভিজাত্য, আকাশে গাংচিল
ব্যথা বেদনায় পাবে, ছবিতে অশ্লীল।
অতি বেগুনী রশ্মিতে চর্ম নষ্ট হয়,
নারী লজ্জায় বেগুনী, মুখ ঢেকে রয়।

লালে বিপদ সংকেত, লাল দেখে থামি
লালে লাল ব্যবসায়ী, পোশাকটা দামি।
অরণ্য মাঝে সবুজ, গাড়িঘোড়া ছোটে
সবুজ সংকেত পেলে মুখে হাসি ফোটে।
লাল সবুজ মিলিয়ে, প্রিয় নাম লেখি
সবুজের মাঝে লাল, বাংলাদেশ দেখি।

২২/১১/২০১৬
কাজীপাড়া,মিরপুর