অনুশোচনায় যদি সূচনাটা হয়,
তবে পুণ্য পুঁজি করে, আর কি লাভ
অভ্যাস বদাভ্যাসের কাঁধে যদি রয়,
তবে থাক দু চারটা, বিকৃত স্বভাব।
আগুনের গুণে যদি, বিষ হয় পানি
তবে পাপ ভেসে যাক, অবৈধ নহরে
অসুখে সুখের খনি, খুঁজে পাবো জানি
পথ্য ভেবে তাই দেবো চুমুক জহরে।
পাপপুণ্য সবই তো ছিল চেনা জানা
তবু মিথ্যে মোহে ছুটে, মাড়াই সীমানা।
উড়ে উড়ে বহু দূরে চলে এসে ভাবি
কোথায় রয়েছে স্বর্গ, কোথায় বা চাবি।
ভাবনার পিঠে চড়ে, ডুবে রই পাপে
পুড়ে পুড়ে ভস্ম আজ, স্বীয় অনুতাপে।
০৯/০৫/২০১৬
প্রশন্নপুর