কালো কাপড়েই থাক চোখ মুখ বাধা,
ক্ষুধার্ত শকুন ভীত, মৃতদেহ দেখে
তৃষ্ণার্ত মৃত্তিকা মরু, হাল যায় বেঁকে
কুমার পাড়ার মাসী আজো খোঁজে কাদা।
কুকুরে ভুলেছে জাত, নেড়ি আসে তেড়ে
কাকের দৃষ্টি এখন পূজার প্রসাদে
ঠাকুর মশাই তাই অনাহারে কাঁদে।
ভক্তগণ ছুটে এসে, বলে কিছু দেরে!
মন্দিরে হরির লুট, কর্তা বাবু অন্ধ
লাত্থি মারি ভণ্ড তোরে সামনে থেকে যা
উনুন জ্বলছে পেটে, ভাত খাবো না মা?
বুকে টেনে বলে মাগো, ভাগ্যটা যে মন্দ।
কালো কাপড়েই তবে, চোখ বাধা থাক
শিয়াল শকুনে সব, লুটেপুটে খাক।
১৭/১১/২০১৬
মোল্লাপাড়া, ষাটফিট