সবার কাছেই একটা করে চারা আছে,
শিশুরা যেমন শক্ত হাতের তালুতে থির দেয়,
ঠিক তেমনি টলমল করছে চারাটি।
যথা সময়ে যথাস্থানে না পুঁতায়,
কারো কারো চারাটি শুকিয়ে যায়।
ঠিকঠাক স্থানে পুঁতে দিলেই চারাটা স্থির।
কেউ কেউ পুঁতেছে, ওটাও এখন বৃক্ষ।
ফল না দিলেও, ছায়া দেয় ঠিক।

১৬/১১/২০১৬
মোল্লাপাড়া, মণিপুর