কাকের শহরে ওরা, কাকের মতই
ঘর নাই বাড়ি নাই, ঠিকানাটা কই?
রাস্তার মানুষ ওরা, বাসি পঁচা খায়
ফুটপাতে তাবু গেড়ে, পথেই ঘুমায়।
সরকারি ল্যাম্পপোস্ট, ভয় নাই রাতে
চাল নাই চুলা নাই, মরেছে কি তাতে?
চায় নাই গ্যাস পানি, ওরা চায় কাজ
কপালে লেখা উদ্বাস্তু, বিধাতা নারাজ।

সমাজের দ্বারে এসে, হাত পেতে বলে
অনাহারে আছি মাগো, পেট যায় জ্বলে।
একবেলা আধাপেট, দুই বেলা খালি
কর্ম চেয়ে লজ্জা দেয়, খেয়ে যায় গালি।
দুই টাকা ভিক্ষা দেই, এটাও কি কম?
মহান মানুষ সাজি, আসলে অধম।

১৫/১১/২০১৬
মোল্লাপাড়া, ষাটফিট।