আলোয় ধাঁধানো চোখ, ভিতরে আঁধার
আমার কি সাধ্য আছে? তাঁরে দেখবার।
বিছানা বালিশ ঘুমে, নিদ্রাহীন আমি
দুর্বিষহ কাটে রাত, জানে অন্তর্যামী।
মনে তাঁর বসবাস, মনটাই কালো
রোজ তাই খুঁজে যাই, ভিতরের আলো।
অর্থহীন বৃথা যায়, জাত কুল মান
পাবো কি পাবো না খুঁজে, আলোর সন্ধান।
ফিরিয়ে দিয়ে স্বরূপ, নিয়ে যাও কালো
পুড়ে যাক ভয় গুলি, দীপ এনে জ্বালো।
ভিতর আলোর খোঁজে, ফরিয়াদি মন
আলো নিয়ে এসো তবে, ওগো প্রিয়জন।
বিষণ্ণ আলোয় চিত্ত, কালিমায় জরা
আঁধারের পরাজয়ে, আলো পাক ধরা।
১২/১১/২০১৬
মোল্লাপাড়া, মনিপুর