নয়ের এক ধারায়, আলো জ্বালি দিনে
কিছু আলো বিক্রি হয়,কেউ নেয় কিনে।
ঘোর অমানিশা চোখে,আলো হবে পণ্য
আঁধারে আলোর বাস,কাজ গুলি ঘৃন্য।
মাঠে ঘাটে সন্ধ্যা প্রাতে,আলো করে খেলা
আলোরা সেঁজেছে আজ উদ্যানে অবেলা।
কিছু আলো অন্ধকারে দ্রবীভূত বলে,
নিষিদ্ধ পল্লীতে কেউ আজো ছুটে চলে।
কিছু কিছু আলো তবু আঁধারেই থাক,
নিষিদ্ধ নগরে আলো সব বৃথা যাক।
একটা আলো একটা রমনীর নাম,
নিষিদ্ধ যাত্রায় নেমে দেখি বিধিবাম।
আলোর মাঝে আঁধার, কি রহস্যময়
আলোতেই আঁধারের তবু পরাজয়।
মোল্লাপাড়া, মনিপুর
০২/১১/২০১৬