সু'তে যদি সুখ হয় মনটা অসুখে
মগজে চিন্তারা আর আফসোস বুকে।
নহরের ঘোলা জল, অশ্রুর ফোয়ারা
আশ মিটে গেলে শূন্যে হারাবে ধোঁয়ারা।
শরীরের মধ্যে বাড়ে আঁধারে শরীর,
রাতের তৃষ্ণায় থাকে বিবেক বধির।
ফিরে আসা কাছে ঘেঁষা নগ্ন ভালোবাসা
ভালো থাকা ভুলে থাকা এটাই ভরসা।
ইচ্ছায় যারা নিখোঁজ, ঠিকানা হারায়
কে আছে খুঁজবে তারে,কার এতো দায়।
তুমি বা তোমরা যারে, কাছে চাও পেতে
সারাবেলা দূরে থাকে আনন্দেই মেতে।
রঙ বদলায় কেউ, কারো ভাগ্য মন্দ
ভুলে কেউ পায় যদি সুমনে সুগন্ধ।
২৪/১০/১৬
তালতলা, মোল্লাপাড়া