তোমায় আমি ঘুম পাড়াবো
তোমায় আমি স্বপ্ন দেখাবো
স্বপ্নের দেশে মেঘের বেশে
তোমাতেই আমি মিশে যাবো।
তোমায় আমি ভুলে যাবো
তোমায় আমি মনে রাখবো
তোমার মনে সারা ক্ষণে
কানামাছি খেলে বেড়াবো।
তোমায় আমি ভয় দেখাবো
তোমায় আমি সাহস যোগাবো
আঁধার রাতে তোমার হাতে
লন্ঠন হয়ে আলো ছড়াবো ।
তোমায় আমি রোদে পুড়াবো
তোমায় আমি বৃষ্টিতে ভেজাবো।
একলা পথে তোমার সাথে
ছাতা হয়ে জড়িয়ে নেবো।
তোমায় আমি কাঁটা ফুটাবো
তোমায় আমি ফুল দেবো
তোমার ঠোটে গোলাপ ফোটে
ভ্রমর হয়ে মধু লুটাবো।
তোমায় আমি বেদনা দেবো
তোমায় আমি আদর দেবো
সুখের শেষে দুঃখের পাশে
তোমাতে আমি লুকিয়ে রবো।
তোমায় আমি কাঁদিয়ে যাবো
তোমায় আমি হাসিয়ে যাবো
তোমার হাসিতে অকূলে ভাসতে
ভাসতে ভাসতে তলিয়ে যাবো।
এমনি করেই ভালো বাসবো
এমনি করেই কাছে আসবো
এমনি করেই দূরে সরবো
এমনি করেই হারিয়ে যাবো।

18/06/2015