কবিতারও আছে দাঁত, ফুটায় হুল
প্রতিটা শব্দ এক একটা ভিমরুল।
যাকে তাকে নয়,কামড়ায় দেখে শুনে
শব্দরা হুল ফুটায় অপরাধ গুনে
কটু শব্দের কামড়ে জ্বালা ধরে গায়ে,
জ্বালা নিয়ে কেউ ছোটে ডান আর বাঁয়ে,
কবিতার বিষ নামাতে অক্ষম ওঝা,
প্রতিটা শব্দই যেন ভারি ভারি বোঝা।

বৃথা যায় সব তন্ত্রমন্ত্র ঝাড় ফুঁক,
হতোভম্ব হয়ে দুরু দুরু কাঁপে বুক।
ষড়যন্ত্রী অপরাধী অমানুষ যতো,
কবিতার কাছে শেষে মাথা করে নতো।
উপায় খুঁজে পায়না ওরা পালাবার
বোবা হয়ে কবিতার কাছে মানে হার।

২৩/০৮/১৬
ষাটফিট, পীরেরবাগ