আলামতে জ্বালা বাড়ে নিয়ামতে কম,
হিংসায় পিত্তি জ্বলবে কারো যাবে দম।
ভেবে দ্যাখে সমাধান কারো কাছে নাই,
চারিদিকে রক্ত বাণ মরবে সবাই।
পোড়া মন অকারণ শীতলতা খুঁজে,
খরায় পুড়ছে ধরা, থাকি চোখ বুজে।
দ্বিমুখী সংঘর্ষ দ্বারে, এসে গেছে আজ,
চিন্তিত সবাই দ্যাখো, কপালেতে ভাজ।
সূর্য্য যেন আস্ত এক ঝলসানো রুটি,
সাহিত্যেও খরা কবি করে খুনসুটি।
শব্দের গায়ে অক্ষর সাজিয়েছে কবি,
আঁকছেন বসে বসে, এ কিসের ছবি?
অন্যায় ত্রুটি নিপীড়ন দ্যাখে আর ল্যাখে,
তাতে অত্যাচারী পশু কিছু যদি শেখে।
১২/১০/১৬
ষাটফিট, মনিপুর