নগ্ন চারিপাশ, নগ্ন মাথাটার চুল
জন্ম নগ্ন-মৃত্যু নগ্ন, নগ্নতাই মূল।
দৃষ্টি নগ্ন সৃষ্টিও নগ্ন মুখের বুলি
সাহসী বুকে বিঁধে, নগ্ন সীসার গুলি।
দিনে নগ্ন রাতেও নগ্ন সবই একি?
নগ্ন সূত্রে তাই নগ্ন কথাটাই লেখি।
আমি নগ্ন সেও নগ্ন বসুন্ধরা মাতা,
রোদ বৃষ্টি উভয় নগ্ন গাছের পাতা।
মেজাজ নগ্ন কলমটা ও তার কালি,
নগ্ন গায়ে দেখি ফুল বাগানের মালি।
সৃষ্টি নগ্ন বলে নগ্নতায় দেই ডুব
চুপসারে দেখছি নগ্নতারই রূপ।
নগ্নের খেলায় মত্ত নগ্ন ধরাধাম,
নগ্নে দিলো তৃপ্তি তবু নগ্নে বিধি বাম।
২৩/০৮/১৬
ষাটফিট,পীরেরবাগ