কে বড় আর কে ছোট, বোঝা বড় দায়
অভাগা জন কেবল, দোষ দিয়ে যায়।
ছোটরাও বড় হয়, বড় হয় বুড়ো
অহংকারে ভেঙে চুড়ে, হয় গুড়োগুড়ো।
ছোট বলে অবহেলা, করো বার বার
পাবেনা পাশে সেদিন, হলে দরকার।
দাদু বলে একদিন আমরাও হবো,
সময়ের জবাবটা সময়েই দেবো।
আপনাকে বড় ভাবো,কান খুলে শোনো
পতনেই হবে শেষ, লাভ নাই কোনো।
অতিথি তুমি ও আমি, অহমিকা কিসে
চলো ভাই পাশাপাশি, থাকি মিলেমিশে।
ছোট বড় ভেদাভেদ, কেন করো ভাই
বিপদে আপদে সবে, মিলে থাকা চাই।
১৭/১০/১৬
মনিপুর, মোল্লাপাড়া