আধুনিক যন্ত্রে চলে জ্বর মাপামাপি,
মনোজ্বরে পুড়ি, আমি এক মহাপাপী।
শাস্তি বলতে এখন শুধু অনুতাপ
লাজা-হাবিয়ার সাথে হয়ে গেছে ভাব।
ইহলোকেই দেখি শুরু হলো দোযখ,
এখানেই যদি সব শেষ হয় হোক।
এপারের পাপ গুলি এপারেই থাক,
অনুশোচনায় তবে মুক্তি মিলে যাক।

চিনেছি আজ কে আপন আর কে পর
সব লয়ে দূর করো এই মনোজ্বর।
নিষ্পাপ হতে স্বাদ জাগে জন্মের মতো
কে জানে কোনখানে পাপ করেছি কতো।
জগত সংসারে আমি এক পাপীতাপী,
আসমানে তাই মুখ তুলে মাঙ্গি মাফী।

১৪/১০/১৬
ষাটফিট, মনিপুর