অনেক উঁচুতে ছিলাম আর শব্দটা ছিল নিচে।
কান অব্দি পৌঁছায়নি শব্দটা,
ওটা নোংরা এবং অশ্লীলও ছিল।
যুক্ত বর্ণের শব্দটা হয়তো অর্থবোধক,
এক এক মুহূর্তে এক এক রকম শোনাচ্ছিল।
কখনো কান্নার মত আবার হাসির মত।
আমি শব্দটার অর্থ খুঁজে বেড়িয়েছি,
অভিধান ঘেটে ঘুটে লাভ হয় নি খুব একটা।
সমার্থকটা পাওয়া গেছে আসলটা যায় নি।
শব্দটার মানে ছিল এমন রহস্যময়।
১০/১০/১৬
মোল্লাপাড়া, মনিপুর