অণুজীব পরজীব বাসা বাধে চোখে,
চোখের উপর চোখ উঠা বলে লোকে।
অক্ষি দাহে অশ্রু আসে আপনা আপনি,
কান্না নয় ওটা তবু ঝরে পড়ে পানি।
এক চোখে হলে গ্রামে তাকে বলে তেলা,
স্থানভেদে এ রোগের নাম আছে মেলা।
এলেংগা তেলেংগা উদানি,পিচুটি বিষ
ডাক্তারি ভাষায় কনজাংটিভাইটিস।
ধুলাবালি হতে চলাচলে সাবধান,
হেরফের হলে চক্ষু যাবে বলিদান।
চোখ থাকতে ভাই চোখের নাও যত্ন,
হারালে বুঝবে ওটা মূল্যবান রত্ন।
অন্ধই জানে কত ঘণ্টায় দিন যায়,
বড়জোর বেঁচে গেছি আল্লাহ সহায়।
০৪/১০/১৬
মনিপুর, মোল্লাপাড়া