নগরীতে উড়ে যত ধুলো বালি সুখ,
সবাই জানে ওরা ভালোবাসা বিমুখ।
ছুটে চলা গাড়ি আর বিরামহীন পা,
চোখে চোখ পড়ে তবু দেখেও দেখা না।
হারানো বিজ্ঞপ্তি হয় শিশুটা নিখোঁজ,
তারপর চলে শুধু আহারের খোঁজ।
মলিন বসনে সভ্যতার ভিড়ে আসে,
পথে পথে হাটে আবার বিস্ময়ে হাসে।
ঠিকানা রাজপথ; শিশুটা পথশিশু,
ঠোটের হাসিতে খেলে কৃষ্ণ আর যীশু।
পিচ্চি ভিখারি টোকাই আরো কত নাম,
সব যেন প্রতিশব্দ খোদা কিবা রাম।
মৌলিক চাহিদা আছে মৌলিকতা নাই,
ওরা কি কেবল সমাজের এঁটোটাই?

০৫/১০/১৬
ষাটফিট, মোল্লাপাড়া