ভূতের মুখে শুনি রাম রাম,
খেয়ে দেয়ে আর নাই কাম ।
তেল ছাড়া আর উপায় নাই
সুযোগ পেলেই তেল দিয়ে যাই।
ভেতরে ভেতরে যা-ই থাক,
উপরে সবাই তেল দিয়ে যাক।
তাতে রাজা খুশি, রানীও বেশ
তেল না দিলে প্রজারা শেষ।
উজির নাজির যারা আছেন
তারাও ভাই তেলেই বাঁচেন।
তৈরি আছি তাই তেল হাতে
মুখের মধু মিশিয়ে তাতে।
রসে ভরা তার কথার মালা,
মনের বিষে নাইকো জ্বালা ।
লজ্জা নাই তার মুখে হাসি,
লিখলে হবে সব চামচা রাশি।
কথায় কথায় তার তৈলবাজি
কেউ দেখে নাই আমিও রাজি।
৩০/০৭/১৬