এটা একান্তই আমার সৃষ্টি
এতে মিশিয়ে কিছু ভাবনার বৃষ্টি,
আছে কিছু বেসুরা আলাপ,
আরো আছে কিছু বিদ্রোহী সংলাপ।
এঁকেছি রাজপথে রক্তের আল্পনা
মিশিয়েছি স্বদেশ মুক্তির কল্পনা।
টুকে দিয়েছি নাম না জানা শহীদের কথা
মৃত্যু নিয়ে হাতে যারা নোয়ানি মাথা।
এতে রেখেছি কিছু পরিচিত বিদ্রোহী মুখ
মেলে দিয়েছিল যারা বোতাম ছেড়া বুক।
এতে আছে অমর একুশের সেই স্লোগান
ফেঁপে উঠেছিল যেদিন ব্যঞ্জনবর্ণের বাণ।
আরো আছে স্বরবর্ণের সহজ কিছু ধাঁধা
গনকবরে লাশ ছিল, শুধু চোখ-মুখ বাধা।
এটা কেবল যদিও আমার সৃষ্টি
এতে রয়েছে কিছু বিধবা বোনের করুণ দৃষ্টি।
তুলে দিয়েছি এতে বীরাঙ্গনার হারিয়ে যাওয়া মান,
ষাটোর্ধ হলেও আমি গাইব জয় বাংলারই গান।
রক্তেরচাপ তুঙ্গে উঠে যখন দেখি এই বাংলার বুকে,
অতি দর্পে বড় কথা ফোটে রাজাকারের মুখে।
পুচকে শুয়োর গুলি আজও তবু এই বাংলাতেই হাটে।
১৩/০৬/১৫