তের থেকে উনিশ,ছেলে অথবা মেয়ে,
হাসাহাসি ফিসফিস, দ্যাখো যদি চেয়ে।
ওরা টিনেজার, স্বভাবে যেমন লতা
জড়াবে কলা কিবা কচু, ছড়াবে পাতা।
ঊর্ধব গগনে ওদের বাজে মাদল,
উঁকি দিয়ে দেখবেই মেঘেদের জল।
ওরা আগে করে, চিন্তা ভবনাটা পরে
ছুটাছুটি মন ওদের রয় না ঘরে।
ভেবে দেখি ভালো ছিল টিন এজটাই,
দিনে দিনে আমিও টিনেজে ফিরে যাই।
পাগল আর পাগলিটাও টিনেজার,
তুমি আমি সব টিনেজেই মানি হার।
টিনেজার হয়ে করবো যা খুশি তাই
আমি বারবার টিনেজার হতে চাই।
২০/০৯/২০১৬