টাকা দিলে মর্গে, লাশ চলে যায় স্বর্গে
মৃত্যু সনদ বদলাবে ডাক্তার বর্গে।
একটা বুলেট একটা প্রাণের ইতি,
সুরৎহালের পর ওটা আত্মাহুতি।
আঞ্জুমান মফিদুলে লাশটাও পচা,
গন্ধটা সুগন্ধি হবে লাগবে খরচা।
গোর খোড়ো আবার হোক সুরৎহাল,
ঝাড়ো পয়সা মামলাটা রবে বহাল।
কত ফেলানি আর তনু নিহত হলো,
দেখবে যদি আইনের খাতাটা খোলো।
সবার নামই রক্ত বর্ণে আছে লেখা,
স্বর্গ-নরকে হবে তাদের সাথে দেখা।
আসল তদন্ত হাশরেই হবে শুরু,
সেদিন তুমি আর মাফ পাবে না গুরু।
২০/০৯/২০১৬