যখন আমার কিছুই ইচ্ছে করে না,
তখন শুধু ফিরে যেতে ইচ্ছে করে
আমার প্রিয় সেই চেনা ঘরটায়।
যেখানে স্বাধীনতার মানে খুঁজে পাই,
ফিরে পাই ফেলে আসা শৈশব।
যেখানে ব্যর্থতার দীর্ঘ্যশ্বাস স্পর্শ করে না,
এক জোড়া চোখ আগলে রাখে আমায়।
যেখানে পরিচিত বসনের ঘ্রাণ আছে,
চিন্তাহীন চোখে তৃপ্তিতে নিদ্রা আসে।
যেখানে এক টুকরা আঁচল অপেক্ষায়,
আমার চোখে জল জমতে দেয় না।
যেখানে মায়া, স্নেহ আর ভালোবাসা নিয়ে,
আমার পথ পানে কেউ বসে থাকে।
যেখানে চোখের সামনে বেহেস্তো দেখি,
যে ঘরটায় আমার মা থাকে
শুধু ফিরে যেতে ইচ্ছে করে,সেই ঘরটায়।

২৩/০৮/১৬