একটা পশু/ দুইটা পশু/ পশু হাজার হাজার,
কোরবানি ঈদে/ জমে ভালো/ গরু খাসির বাজার।
পাল্লা দিয়ে/ বড় গরুটা/ দিলেই হয় না কবুল
লোকে তোমায়/ বললেও ধনী/ ওটাই হবে ভুল।
পশু দেওয়া-ই/ কোরবানি নয়/ ত্যাগটাই সব
প্রিয় জিনিস / বিলিয়ে দিলেই/ খুশি হবেন রব।
হিংসা বিদ্বেষ/রেখো না মনে/অহংকারে যাবে হেরে
আনন্দটা/ ভাগ করলে ভাই/ আনন্দ যায় বেড়ে।
গোস্ত বিলাও/ ভাগ করে সব/ সমান তিন ভাগে,
ঝগড়া বিবাদ/ ভুলে গিয়ে/ পড়শিরে দিও আগে।
এক ভাগ নিজে/ এক ভাগ আছে/ অভাবী যে জন
বাকি পাবে এক ভাগ/ যারা আছে/ আত্মীয়-স্বজন।
গরীব দুঃখী/ এইদিনে থাকে/ তোমার পানে চেয়ে,
মধ্যবিত্তরে/ দিও তার ভাগ/ তাদের ঘরে গিয়ে।
বনের পশু/ জবাই করো/ আযাহার উৎসবে,
মনের পশু/ হত্যা করলেই/ কোরবানীটা হবে।
বদাভ্যাসটারে/ কোরবানি দাও/ ত্যাগ করো ঘুষ,
এটাই হবে/ শ্রেষ্ঠ কোরবানি/ যদি হও মানুষ।
১৭/০৮/১৬