একটা আত্মাকে প্রশ্ন করালাম
রক্ত হবে আপনার কাছে.........?
এক বোতল চাই, এক বোতল জীবন চাই।
একজন মুমুর্ষ রোগীর জন্য আপনার রক্তই লাগবে।
আত্মা বলল, আমার কোন রক্ত ফক্ত নাই।
আমি আবার প্রশ্ন করলাম,
রক্তহীন বেঁচে আছেন কি করে?
বেশ কিছুক্ষণ চুপচাপ ,
তারপর কেটে গেল একটা কালো রাত,
সব রক্ত শুষে নিলো শকুনের জাত,
শোকে শোকার্ত ঘরবাড়ি, রাজপথ।
মাথা নিচু করলো ভয়ার্ত জাতি,
থেমে গেলো লোকটা, নিভে গেলো বাতি।
লোকটাকে বাঁচানো গেল না আর।
ঐ রক্ত আর কারো শরীরে নেই।
যা আছে তা কেলবই লোক দেখানো,
অবশিষ্ট টুকু বাড়াবাড়িতেই মানায়।
১৫/০৮/১৬