যদি এমন কোন সুগন্ধি পাইতাম
সৌরভে দূর হবে অন্তঃপুরের গন্ধ,
সুগন্ধে ভুলে যেতাম সব দ্বিধাদ্বন্দ।
মনের মাঝে খানিকটা লাগাইতাম।
মুক্তমনা হয়ে অন্য কিছু গাইতাম,
ছুটাছুটির ছুটি দিয়ে পেতাম মুক্তি।
কথায় থাকতো সহজ সরল যুক্তি
ফিরতাম না ঘুরে, শুধু আগাইতাম।
মনটা যে ভাবনাহীন মগ্নচৈতন্য
আতরদানে করবে কি চেতনালাভ,
মন মাঝে যে ছোটবড় অজস্র পাপ।
কোনো সুরভী কি আছে মনটার জন্য?
নিয়ম করে প্রভাতে কিবা রোজ রাতে
কলুষ মনটারে ডুবাইতাম তাতে।
১৮/০৫/২০১৬
ষাটফিট, মনিপুর