ক্যামেরার মাঝে বন্দী হবো,
ছবি হয়ে সব গল্প কবো,
মুহূর্ত গুলি কিনে ফেলবো
দেয়াল জুড়ে একা ঝুলবো।
//
কোন মতে কাটিয়ে দিন,
স্বপ্ন দেখে ফ্যাকাসে রঙিন।
ঘুরে ফিরে মুখটা মলিন,
মন মানে না ক্যামেরাহীন।
//
ফুফির হাতে মায়ের শাড়ি
আনন্দে সেদিন গড়াগড়ি,
আমি কি আর ভাবতে পারি
আসছে দুর্দিন মহামারি।
//
যা মন চায় লিখতে থাকি
কাল দেখবো কতোটা বাকি,
অনুরোধেই গিলবো ঢেঁকি
চেনা মুখটা অচেনা দেখি।
//
কে লাগাইলো গো মুখে কালি
নিজেকে দেবো নিজেই গালি,
আঁধার কুঞ্জে প্রদীপ জ্বালি
মনের ঘরটা আজো খালি।
//
হলাম যখন ফ্রেম বন্দি
মাথায় এলো নতুন ফন্দি,
মিডিয়ার সাথে করে সন্ধি
আশেপাশে নাই প্রতিদ্বন্দ্বী।
//
সামনে যেতে পিছে কদম
ইচ্ছেরা দেয় গতিতে দম,
দাঁড়িয়ে পড়ি মাথা গরম
আদর দিয়ে ঢাকি শরম।
পালাতে চাই উপায় নাই
কে জানে কবে,হারিয়ে যাই।
অবাক হয়ে ফিরে তাকাই
পুণ্যটা ছাড়া সব ফাঁকাই।

২৩/০৭/১৬
মোল্লাপাড়া,ষাটফিট