দুল দুল ফুল নামের কি অন্ত্যমিল
খোলামেলা মন ব্যবহারেও সুশীল।
সিনিয়র জুনিয়র তারা তিন জন,
তড়িৎ কর্মা সবাই,ব্যস্ত যে সারাক্ষণ।
এক দাদা বড় মাপের সনেট ভক্ত,
সনেট রচনা তার কাছে নয় শক্ত।
আমরা তারে সনেট দাদা বলে ডাকি,
তার গুনেই তারে মাথায় তুলে রাখি।
ঘুরে ফিরে তার সাথে হয়ে গেলো দেখা,
সে কি যে আদর আপ্যায়ন, স্নেহমাখা।
স্যান্ডুইচ সন্স আরো মিনারেল জল
গায়ে মেখে দিল দাদা সুগন্ধি তরল।
এখনো সেই সুবাস ভেসে আসে নাকে
দোয়া করি, আল্লাহ্ ভালো রাখুক তাকে।
চানখারপুল
১৪/০৭/২০১৬