মাঝে মাঝে মনে হয়,
না কিছু মনে হয় না।
মনের কথা মনেই থাক,
সব কিছু চুলোয় যাক।
ওরা ওরা ভালো থাকুক,
তৃতীয় কেউ হতে যাবো না আর।
আবার মনে হয়,
না, তেমন কিছু না।
এই তো দ্বিতীয় কেউ হয়ে,
তারে দেখে দেখে যাবো ক্ষয়ে।
কিন্তু সে থাকবে আমার বিপরীতা।
আমি চাইবো একটু খানি আবেগ,
সে আঁকাবে চোখের কোণে ঘোর মেঘ।
আমি চাইবো রৌদ্রজ্জ্বল আকাশ,
সে ফেলবে ভারী দীর্ঘশ্বাস।
আমি চাইবো চন্দ্রগ্রহণ,
সে কাটাবে বিষণ্ণ ক্ষণ।
আমি চাইবো তার ভালো,
সে মুখ করে রাখবে কালো।
অনেক দিন ধরে শরীরে খোঁচ পাচড়া হচ্ছে না।
মনে হয়,
না, বলা ঠিক হবে না মনে হয়।
শিকড় উপড়ে ফেলবো,
কিচ্ছু থাকবে না।
একবারে উপড়াতে পারছি তাই দুঃখ।
চারাটা গাছ হয়ে গেছে,
অনেক শক্তি দরকার।
গাছ থেকে আরো গাছ, অসংখ্য গাছ।
সময় লেগে যাবে মনে হয়।
হয়তো শেষ পর্যন্ত গাছটার গোড়ায়
আরেকটা গাছ হবো।
কিছু কিছু কথা না বললে ওজন বেড়ে যায়,
শরীরের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে দাঁড়ায়।
চুলকানি শুরু হয় ?????
১৪/০৭/২০১৬