একদিন তোমাকে না দেখে কি বিষণ্ণতা নিয়ে দিন কাটালাম।
তোমাকে একটুও বুঝতে দেয়নি,
তোমাকে দেখার তরে কতটা মাথা খাটালাম।
সামনে থেকে তোমাকে কতো ডিগ্রি এঙ্গেলে দেখলে,
রুহিতন ক্রিস্টালের মত দেখায় জানো তুমি?
আমি খুব কাছ থেকে দেখেছি,
তোমার ভয়ংকর চঞ্চল চোখ দুটি,
হুরহুর করে বলে দিচ্ছে তোমার অতীত,
তোমার খুকি থেকে কিশোরী, তরুণী থেকে যুবতী,
প্রেমিকা থেকে গৃহিণী হওয়ার সবটা।
শেষমেশ জীবনটা এখন চার দেয়ালের চতুর্ভুজ,
কারণ এখন তুমিও একজন মা।
তবুও অবশেষে তোমাকে দেখে সমস্ত বিষণ্ণতা বাষ্পীভবন প্রক্রিয়ায়,
দ্রুতগামী চিলের ছায়ার মত সারা আকাশ জুড়ে উড়ে বেড়ায়।
ভেবে দেখি তোমাকে না দেখে থাকা যায় না।
কিন্তু আমাকে যে করেই হোক থাকতে হবে,
থাকতে না পারাটা কি প্রেম ট্রেম তবে।
হাতে হাত দুটো তো কভু ধরি নি,
নিশ্চিত তবে আমি প্রেমে ট্রেমে পড়ি নি।
শুধু তোমার একটা সাদা কালো ছবি এঁকেছি,
গভীর থেকে আরো গভীরে সযত্নে রেখেছি।
দূরে থাকলেও এখন শুধু চোখ বন্ধ করলেই দেখতে পাই।
মোল্লাপাড়া, মণিপুর
১৭/০২/২০১৬